বেলকুচিসিরাজগঞ্জ

বেলকুচিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : বেলকুচি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে ৮আগস্ট বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশন ( ভুমি) শিবানী সরকার, বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না হান্নান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী সাইদুর রহমান সভাপতি বেলকুচি প্রেসক্লাব, বীর মুক্তিযোদ্ধা গাজী দেলখোশ আলী প্রামানিক, বেলকুচি সরকারি কলেজের প্রধান অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস সেলিম সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি এম আক্তার হামিদ সহ বেলকুচি উপজেলা সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এ সময় অতিথি গন বক্তব্য প্রধান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যে সকল সদস্য কে, ঘাতকেরা বুলেটের আঘাতে নির্মম ভাবে হত্যা করেছিল সেই সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। আলোচনা শেষে অসহায় মানুষের মধ্যে ৭ টি সেলাই মেশিন বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button