শাহজাদপুরসিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ ঘন্টা বাংলা ব্লকেড পালন

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের শাহজাদপুরে বুধবার দুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-পাবনা মহাসড়কে বাঁশের বেড়িকেট দিয়ে ৩ ঘন্টাব্যাপী বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেছে। উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর হালিয়াগাটি এলাকার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-৩ এর সামনে দুপুর ১২টা থেকে শুরু কওে বিকেল ৩টা পর্যন্ত টানা ৩ ঘন্টা তাদের এ কর্মসূচি চলে। এ সময় মহাসড়কের দুই পাশের প্রায় ২ কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অপরদিকে ঢাকা-পাবনা রুটের সকল বাস, ট্রাক,বোচ, মিনিবাস, সাইক্রোবাস,রিক্স,ভ্যান ও সিএনজি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। তবে শিক্ষার্থীরা জরুরী শিশুখাদ্য, নিত্যপণ্য ও রোগী পরিবহণে নিয়োজিত এ্যাম্বুলেন্স দ্রুত ওই স্থান পাড় করে দেন। পরে তারা ব্যানার, প্লাকার্ড ও ফেসটুন হাতে নিয়ে মাথায় স্বাধীন বাংলাদেশের পতাকা বেঁধে মাঝ সড়কে দাড়িয়ে অথবা বসে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধার ভিত্তিতে চাকুরি নিশ্চিত করার দাবী জানিয়ে শ্লোগান দেন। এ সময় বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধার ভিত্তিতে চাকুরি নিশ্চিত করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল আলম, জাকারিয়া হোসেন,অনিক দাস,মোমেনা রহমান, মুসলিমা খাতুন, রায়হান আলী, সাকিব আল হাসান। বক্তারা বলেন, আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরোধীতা করছি না। প্রকৃত মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা সুবিধা পাক আমরাও চাই। তবে নাতি-নাতনি ও পশ্য বাদ দিতে হবে। এছাড়া যে সকল ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে তাদের বাদ দিতে হবে।

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসলিমা খাতুন তার বক্তব্যে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা ও আমি কোটা চাই না। আমরা মেধার ভিত্তিতে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকুরি পেতে চাই। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button