নতুন ভাঙ্গাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে নতুন ভাঙ্গাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন খান।
বক্তাগণ বলেন- ছাত্র-ছাত্রীদের শিক্ষার মুলধারা প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ের ১ম হতে ৫ম শ্রেণিতে পাঠদান শেষে উচ্চ বিদ্যালয় পযর্ন্ত মান সম্পন্ন শিক্ষা গ্রহনে বিনামুল্যে পাঠ্যবই বিতরণের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সুশিক্ষার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগীতা মেধাবিকাশের বিশেষ ভুমিকা রাখে। শিক্ষার সাথে সাথে মানসিক বিকাসে শরীর চর্চ্চা ক্রীড়ার একটি অংশ বলে উল্লেখ করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন- জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাবেক কাউন্সিলর মো. রাশিদুল হাসান খান ফসি, এসএম শাহাদত হোসেন,মো. নুরুল আমিন খান, ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম কবীর, জাহাঙ্গীর হোসেন খান, আ. মতিন খান, গোলজার হোসেন দুতু, আক্তার হোসেন, মজনু সেখ, জিন্নাহ খান, তাজ উদ্দিন, রফিকুল ইসলাম মাহফুজ ও প্রধান শিক্ষক নাজমুল নাহার।
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে কোমলমতি বিজয়ী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আ. খালেক।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।