সদরসিরাজগঞ্জ

একদফা দাবি আদায়ে সিরাজগঞ্জে বিএনপির পদযাত্রা

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ,নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে ১দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার, ১৮জুলাই, বেলা ১১টায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠে পদযাত্রা কর্মসূচি শুরুর আগ মূহুর্তে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

স্বাগত বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এর পুত্র আবেদ হাসান মাহমুদ।

বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র নেতৃত্বে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ইবি রোড দিয়ে গোশালা, রেলগেট,মালশাপাড়া কবরস্থান হয়ে স্টেডিয়াম রোড দিয়ে গিয়ে ইসলামিয়া কলেজ মাঠে গিয়ে পদযাত্রাটি শেষ হয়।

পদযাত্রায় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও তার ১৮টি ইউনিটের বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে পদযাত্রায় অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button