জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত মৌসুমী বন্যায় আগাম সাড়াদান প্রকল্প-২০২৪ এর আওতায় জামালপুরে সাইলো ও গোখাদ্য বিতরণ করা হয়। ১০ জুলাই, বুধবার, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ফরিদুল হক খান এমপি। এসময় উদ্বোধনী বক্তব্যে গবাদি প্রাণি সুরক্ষায় এনডিপি’র এরুপ ব্যতিক্রমধর্মী কার্যক্রম বাস্তবায়নের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুলস সালাম, উপজেলা নির্বাহী অফিসার মো. সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা জুথি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ, পিআইও মেহেদি হাসান টিটু ও চিনাডুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় এনডিপি জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের ৩৫৫০ বন্যা দুর্গত পরিবারবে আগাম বন্যায় সহায়তার উদ্যোগ গ্রহণ করেছে। সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে একটি সাইলো ও ৫০ কেজি গোখাদ্য প্রদান করা হয়। বিতরণ কার্যক্রম পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন এনডিপি’র এমফোরসি প্রকল্পের ইন্টারভেনশন স্পেশালিস্ট মো. শামছুল আলম।