জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র উদ্যোগে এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এএফও) এর সহযোগিতায় উচ্চ পুষ্টি সমৃদ্ধ গোখাদ্য ও সাইলো ড্রাম বিতরণ করা হয়।
গত ১৫ জুলাই সোমবার মৌসুমী বন্যার আগাম কার্যক্রমের আওতায় সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এসময় ইউনিয়নের গবাদিপশু পালনকারী ৫৪০ টি পরিবারের মাঝে প্রত্যককে ৫০ কেজি গোখাদ্য এবং একটি করে ৬৬ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন সাইলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানে খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু সাইদ বিদ্যুৎ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রাজশাহী) ডা. মো. আব্দুল হাই সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুক। এছাড়াও অনুষ্ঠানে চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্তকর্তা ডা. ওলি উল্লাহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন এনডিপি’র উপ-পরিচালক (মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন) ও প্রকল্প ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান। এসময় স্থানীয় জনসাধারণসহ এনডিপি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।