ইদ্রিস আলী, চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৮০০ জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে খরিপ ২ মৌসুমী কৃষি প্রণোদনার আওতায় বিনামুল্যে বীজ ও রাসায়ানিক স্যার বিতরণ করা হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে১২ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. শওকত মেহেদী সেতু। অনুষ্ঠানে ৫ কেজি করে মাষকালাই পটাশ (এমওপি) ১০ কেজি ড্যাপ (ডিএপি) সার ১০ কেজি বীজসহ রাসায়নিক সার ৮০০ জন প্রান্তীক কৃষকের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মো. মাজেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার হেকমত আলী, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সাব্বির আহমেদ সিফাত,বিআরডিবি অফিসার সেলিম রেজা, উপ-সহকারি কৃষি অফিসার ইকবাল হোসেন প্রমূখ।