সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় ট্যাবলেট (কম্মিউটার) বিতরণ করা হয়।
গত বুধবার (১২ এপ্রিল) দুপুরের সিরাজগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনডিসি রাজশাহী বিভাগীয় কমিশনার জি এসএম জাফরুল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রায়হান কবির, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপকিকা হাসনা হেনা, ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ তৈরি লক্ষে শিক্ষার্থীদের গুণগত মান উন্নয়নে ও তথ্যপ্রযুক্তি উন্নতির লক্ষ্যে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হলো। মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের দায়িত্ব ও ভূমিকা রাখা সম্ভব। ১৭ কোটির বাংলাদেশে আরও এগিয়ে যাচ্ছে উন্নয়ন ও গতিশীল। বিশ্ব বাসী আমাদের বাংলাদেশকে রোল মডেল দেখে।