সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়া বিতরণ ও সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় হাঁস-মুরগি ঘর বিতরণ করা হয় । উত্তরাঞ্চল সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চল সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে এই বিতরণী কার্যক্রম পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার ( ৮ জুন) দুপুর ২ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে ছাগল, ভেড়া ও হাঁস-মুরগির ঘর বিতরণ করা হয়। এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল হতে মেছড়া ও কাওয়াকোলা ইউনিয়নের মোট ৭৫ জন প্রশিক্ষণ প্রাপ্ত খামারিদের মধ্যে ৪৩ জনকে ২ টি করে ছাগল ৮৬ টি এবং ৩২জন খামারিকে প্রতিজনকে ৩ টি করে মোট ৯৬ জনকে ভেড়াসহ ছাগল বিতরণ এবং ভেড়ার ঘর নির্মানে সহায়তা অর্থ বিতরণ করা হয়। এছাড়াও সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্য সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল হতে ২৪৩ জন সুফলভোগিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ১২২ জন হাঁস খামারির মধ্যে ২২ জন হাঁস খামারির প্রতিজনকে ১ টি করে হাঁসের বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৬৩, সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। তিনি তার বক্তব্যে বলেন, চরাঞ্চল ও সমতলভূমিতে বসবাসরত জনগোষ্ঠীর কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সমতল ভূমিতে বসবাসরত প্রণোদনা আওতায় এদের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য এ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি দেশকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি নির্ভও উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। যা দেশে-বিদেশে প্রশংসনা অর্জন করেছে। তিনি এসময় দেশের সকল উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও চতুর্থ বারের মত সরকার গঠনে সহযোগিতা চাই। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাংগ কুমার তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা, সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন ডা. আশীষ কুমার দেবনাথ, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. সেলিম রেজা প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন।