সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলের সাবেক গৌরব উজ্জ্বল কৃতি ছাত্র এ এস এম হাবিবুল আলম স্মরণে ছাত্র ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ভিক্টোরিয়া হাই স্কুল হলরুমে ভিক্টোরিয়া হাই স্কুলের আয়োজনে এএসএম হাবিবুল আলম স্মরণে ছাত্র ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিক্টোরিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক মো. রাশিদুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত থেকে এএসএম হাবিবুল আলম স্মৃতি বৃত্তি অর্থ ১৬জন শিক্ষার্থীদের হাতে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আমেনা বেগম।
এসময়ে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. শফিউল আলম, সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, অচিন্ত কুমার মন্ডল, মোছা. পারভীন খাতুন, মোছাণ জিয়াসমিন সুলতানা, মো. সাইফুল ইসলাম, নাজমা খাতুন, মো. রকিবুল ইসলাম, নাহিদ লায়লা, মো. শামীম, হোসেন, সানজিতা আক্তার মোছা. শিউলী খাতুন, তাহমিনা খাতুন পূর্ণিমা সরকার, সহকারী শিক্ষক মো. গোলাম মোস্তফা, ইলোরা জাহান ইতি, মো. সাহাদত হোসেন, মো. হাবিবুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, মো. রজব, প্রমুখ। উল্লেখ্য, ভিক্টোরিয়া হাই স্কুলের উজ্জ্বল নক্ষত্র সাবেক ছাত্র (১৯৫৬) এ এস এম হাবিবুল আলম স্মরণে ছাত্র ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করেছেন।