আব্দুর রাজ্জাক বাবু বেলকুচি: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার(২৮ আগস্ট)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলা সহকারী কমিশনার(ভুমি) শিবানী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুব আলী শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার, বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লা, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোনিয়া সবুর,ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম,বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ,ফায়ার সার্ভিসের প্রতিনিধি প্রমুখ।