শাহজাদপুরসিরাজগঞ্জ

শাহজাদপুরে জনতা ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ মিছিল

 শাহজাদপুর প্রতিনিধি: প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকের লাখ লাখ আত্মসাৎকৃত টাকা অবিলম্বে ক্ষতিগ্রস্থ গ্রাহকদের ফেরতের দাবিতে  ও রোববার (১০ সেপ্টম্বর) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। এদিন সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শাহজাদপুরের জনতা ব্যাংকের পিয়ন কাম পরিচ্ছন্নতা কর্মী আওলাদ হোসেন রঞ্জু প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এটাকা আত্মসাৎ করে।

রোবাবার প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্থ গ্রাহক মোজাম্মেল হোসেন,নাজমুল হোসেন,গফুর, আবু হানিফ,লাভলী খাতুন,রত্না খাতুন,শিখা খাতুন প্রমুখ । বক্তরা বলেন. আমরা সবাই জনতা ব্যাংক শাখার হিসাবধারী গ্রাহক।  গ্রাহকদের  সরলতা ও বিশ^াসের সুযোগ নিয়ে ওই ব্যাংকের পিয়ন আওলাদ হোসেন রঞ্জু ব্যাংকের ভিতরে অফিসিয়াল ডেস্কে বসে প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে অর্ধশতাধিক গাহকের প্রায় কোটি টাকা আত্মসাত করেছে । বক্তারা জানান, বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহতি করলেও আজ পর্যন্ত এ ব্যাপরে কোন পদক্ষেপ গ্রহন করেননি। এসময় বিক্ষোভে অংশগ্রহণকারীদের কেউ কেউ এ ঘটনায় কিছু ব্যাংক কর্মকর্তারা জড়িত থাকার কথা বলেন। মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্ত গ্রহকেরা মিছিল নিয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি পেশ করে । এ ব্যপারে জনতা ব্যাংকের ম্যানেজার আসাদুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা ব্যাংকের ক্যাশ কাউন্টারে টাকা জমা না দিয়ে পিয়ন রঞ্জুর সাথে লেনদেন করেছে। কিন্তু রঞ্জু ওই টাকা একাউন্টে জমা না দিয়ে তা আত্মসাত করেছে। এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে রঞ্জুকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ রঞ্জুকে গ্রেফতার করে। ওই মামলায় ভুক্তভোগী গ্রাহকদের সাক্ষী করা হয়েছে। তিনি আরও জানান টাকা আত্মসাতের ঘটনায় মামলার পাশাপাশি ব্যাংকের আভ্যন্তরীন বিভিন্ন পর্যায়ে অডিটকার্যক্রম চলছে। রঞ্জু বর্তমানে জেল হাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button