এনডিপি প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিক উপলক্ষে এনডিপ’র উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্লাড গ্রুপিং ক্যাম্প এর আয়োজন করা হয়।
এনডিপির নাটুয়ারপাড়া শাখা কাজীপুরের কান্তনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এসময় এনডিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার এরিয়া ম্যানেজার মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মোছা. জুলেখা খাতুন। ক্যাম্পে ১৯৩ জন ছাত্র-ছাত্রীর ব্লাড গ্রুপ পরিক্ষা করা হয়।