চৌহালী প্রতিনিধি: “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো”-এ প্রতিপাদ্য নিয়ে গত শনিবার (২ মার্চ) সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার ৷
উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি শফিকুল ইসলাম শফির পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল বাতেন ৷
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অফিসার মো. গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোবারক হোসেন, চৌহালী প্রেসক্লাব সভাপতি মো, ইদ্রিস আলী, সাবেক সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ ৷
সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশ গ্রহণ করে থাকে। তাই যোগ্যতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।
জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবা দানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে সঠিক তথ্য ও নির্ভুল বানান দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।