উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার সরকারি আকবর আলী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে কলেজ হলরুমের মতবিনিময় সভার সভাপতিত্ব করবেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসার আলী আশরাফ।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষা অনুরাগী সাবেক এমপি এম আকবর আলী বলেন, বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের সময়ে দেশজুড়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ম বহির্ভূত কাজ ও নিয়োগ বানিজ্যের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থাকে ধংস করেছে। এই ধংসের মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছে। তাই অতীতের অপকর্ম করব দিতে হবে। এখন থেকে নতুন করে শিক্ষা ব্যাস্থাকে নিয়মের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ভাতৃত্ব বোধের সৃষ্টি করে শিক্ষার মান উন্নয়নে কাজ করতে হবে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠার সহধর্মিণী মোমেনা আলী বিজ্ঞান স্কুলের দাতা সদস্য লায়ন মিসেস মোমেনা আলী বলেন শিক্ষকদের স্নেহ ভালোবাসা দিয়ে লেখা পড়ায় শিক্ষার্থীদের মনোযোগী করতে হবে এবং লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলারও প্রয়োজন রয়েছে। অন্যদের মাঝে বক্তব্য রাখেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজুর মোরশেদ ও সাইফুল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি বিশেষ অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।