জাতীয়সদরসিরাজগঞ্জ

ভাঙ্গুড়ায় অতিরিক্ত মদ পানে ২জনের মৃত্যু, অসুস্থ ৩

হাফিজুর রহমান আনছারী, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধ : পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে অতিরিক্ত মদ পানে ২জনের মৃত্যু হয়েছে। আরো তিনজন অসুস্থ হয়ে ভাঙ্গুড়া স্বাস্ত্য কমপ্লেক্সে ভর্তি হয়।

স্থানীয়রা জানান, দুর্গা পূজার উৎসব পরবর্তী আনন্দে বন্ধুদের সাথে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের ঘোষপাড়ার পাঁচ যুবক। এদের মধ্যে সোমবার রাত সাড়ে দশটায় রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ(২৫)মারা গেছেন। এর এক ঘন্টা আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী(১৭)মারা যান।

সোমবার রাত সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা.উজ্জল হোসেন বলেন গুরুতর অসুস্থ ঐ তিন ব্যক্তিকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম মদ পানে অসুস্থ হয়ে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে পোঁছে লাশের সুরতহাল প্রস্তুত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button