রায়গঞ্জসিরাজগঞ্জ

রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে বাড়ছে মাছের দাম

Eye Hospital Rajshahi

রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে বাড়ছে বিভিন্ন ধরনের মাছের দাম। ছোট কিংবা বড় সব মাছেরই দাম আকাশ ছোঁয়া। বিশেষ করে ইলিশ মাছের দাম। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার এরান্দহ, কালিঞ্জা গ্রামপাঙ্গাসী ও হাটপাঙ্গাসী বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এসব চিত্র। শুধু মাছ নয় সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যেরেই দামই বাড়তি মুখে। প্রতি কেজি পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ২০০ টাকা। প্রতি কেজি শিং মাছ (আকার ভেদে) বিক্রি হচ্ছে ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা। প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকার ভেদে) ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা। মাগুর মাছ ৬৫০ থেকে ৭০০ টাকা, ইলিশ মাছ এক কেজি আকারের প্রতি কেজি ১৩০০ থেকে ১৪০০ টাকা। ছোট এবং মাঝারি ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকা, পাবদা মাছ ২৬০ থেকে ২৮০ টাকা, টেংরা ৫০০ থেকে ৬০০ টাকা, ছোট আকারের মোয়া ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। উপজেলার হাটপাঙ্গাসী বাজারে মাছ কিনতে এসেছেন মো. সুমন প্রামানিক।

তিনি বলেন, বাজারে মাছের দাম যেভাবে বেড়েছে মনে হচ্ছে আমাদের মত নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পক্ষে মাছ কিনে খাওয়া আর সম্ভব হবে না। বেশ কয়েকজন মাছ বিক্রোতা বলেন, যাতায়াত ভাড়াসহ আনুসাঙ্গিক সব জিনিসের দাম বাড়ার কারণে মাছের দামও বেড়েছে। আমরা পাইকারি আড়ৎ থেকে এনে মাছ বিক্রি করি। আড়তে দাম বাড়লে তো আর আমাদের করার কিছু থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button