সদরসিরাজগঞ্জ

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমের ওপর হামলা কখনোই কাম্য নয়।

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে নিউজটোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ, বাংলানিউজটোয়েন্টিফোর.কম, ডেইলি সান, রেডিও ক্যাপিটাল ও টি স্পোর্টসের কার্যালয় অবস্থিত। সোমবার (১৯ আগস্ট) বিকেলে এ মিডিয়া কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। হামলাকারীরা যেই হোক, তাদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, জেলা বাসদের সমন্বয়ক নব কুমার কর্মকার, কালের কণ্ঠের সিরাজগঞ্জ প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার এস এম তফিজ উদ্দিন, আমাদের সময়ের সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম, বাংলানিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাসসহ অনেকে।

এসময় চ্যানেল২৪ এর স্টাফ রিপোর্টার হীরক গুণ, সিনিয়র সাংবাদিক এ এইচ মুন্না, জহুরুল ইসলাম, নজরুল ইসলাম, নওশাদ আহমেদ, সময় টিভির রিংকু কুন্ডু, খোলা কাগজের প্রতিনিধি আলমগীর কবির, মোহনা টিভির প্রতিনিধি সোহেল রানা, আনন্দ টিভির প্রতিনিধি হুমায়ুন কবির সোহেল, সাংবাদিক সেলিম শিকদার, আজিজুর রহমান মুন্না, আলী আশরাফ, আশরাফুল ইসলাম জয়, মো. দিল, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button