সিরাজগঞ্জ প্রতিনিধি: জামালপুরের সাংবাদিক গোলাম মোস্তফা নাদিম হত্যার প্রতিবাদ এবং দোষিদের শাস্তির দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত সোমবার সকালে এস.এস.সি-৯৬ ব্যাচ বন্ধু সংগঠন আয়োজনে এমানববন্ধন কর্মসুচি পালিত হয়।
রফিকুল ইসলাম মমিন এর সভাপতিত্বে এবং নুর-ই-ইলাহীর সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুুর দিপু,সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল কুদ্দুস,বেলকুচি পৌর কাউন্সিলর হাজী হাফিজুর রহমান,সাবেক সহসভাপতি এস এম তফিজ উদ্দিন, সাবেক সাংষ্ঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, নুরে রাব্বী,মীর রাসেল কবির শান্ত প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রকাশ্যে একজন গণমাধ্যম কর্মিকে পিটিয়ে হত্যা করেছে একজন জন প্রতিনিধি ও তার সন্ত্রাসী বাহিনী। বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এ হত্যা কান্ডের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করলেও এখনও অনেকেই অধরা রয়েই গেছে। তাই শুধু গ্রেফতারনয় আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক এবং দোষিরা শাস্তি ভোগ করুক। তাই দ্রুততম সময়ের মধ্যে দোষিদের শাস্তি নিশ্চিতের জোরদাবি জানাই। একই সাথে নিহত সাংবাদিক নাদিমের পরিবারের প্রতি নিরাপত্তা জোরদারসহ পুনর্বসনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা। মান্ববন্ধনে ৯৬ ব্যাচের এসএসসি বন্ধুরাসহ সমাদের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।