কামারখন্দসিরাজগঞ্জ

কামারখন্দে চোরকে গ্রেফতারের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

আশিক সরকার, কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চুরির মাল উদ্ধার ও চোরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের শিক্ষকমন্ডলী। গত বুধবার (১০ জুলাই) সকাল ১০ টার পরে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

গত ২৬ জুন সকাল ১১ টায় দিনে দুপুরে পরিকল্পিতভাবে চৌবাড়ি ড. সালাম জাহানারা কলেজের সহকারী অধ্যাপক শীলা প্রাং এর ভাড়া বাসার গ্রিল কেটে ও দরজা ভেঙ্গে নগদ টাকাসহ আনুমানিক ৩০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়।

কলেজের শিক্ষিকা শীলা প্রামাণিকের দাবি, পুলিশের আন্তরিকতার অভাবে চুরির মাল উদ্ধার ও চোর গ্রেপ্তার হচ্ছে না। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার মতে ল্যাপটপ, মোবাইল চুরি হলে উদ্ধার হয় কিন্তু নগদ টাকা বা স্বর্ণকার উদ্ধার হওয়ার সম্ভবনা কম থাকে বা হয় না ।

মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করে বলেন, শীলা প্রামাণিক উপজেলার একদম মূল জায়গায় পাকা ভবনে ভাড়া থাকেন। দিনের বেলা এরকম চুরির ১৫ দিনেও কোনো গতি না হওয়ায় তীব্র প্রতিবাদ জানাতেই শিক্ষকদের এই মানববন্ধন করতে হলো।

এ মামলার তদন্তকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) মো.আব্দুর রবকে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, মানববন্ধনের বিষয়ে আমি অবগত নয়। মামলাটি তদন্তধীন। আর ওই শিক্ষক অনেক বিষয় ভুল বুঝেছে। তাকে বলেছিলাম ল্যাপটপ, মোবাইলে ট্র্যাকিং করা যায় কিন্তু স্বর্ণ তো ট্র্যাকিং করা যায় না। উদ্ধার হয় না এটা আমি বলিনি।

অসুস্থতার কারণে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সার্বিক বিষয়ে সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. আদনান মুস্তাফিজ বলেন, পুলিশের পক্ষ থেকে আন্তরিকতার অভাব নেই। আমরা বিষয়টি নিয়ে সাথে কাজ করছি এবং চোর ও চুরির মাল উদ্ধারের চেষ্টা করছি। প্রতিদিন এটি নিয়ে কাজ করা হচ্ছে।

উল্লেখ্য, মানববন্ধন শেষে উপজেলার শিক্ষকমন্ডলীদের পক্ষ থেকে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, কামারখন্দ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, কামারখন্দ থানা ও কামারখন্দ প্রেসক্লাব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button