সদরসিরাজগঞ্জ

নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন এর মাসিক মিটআপ মিটিং অনুষ্ঠিত

সংবাদদাতা প্রেরিত : নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন সিরাজগঞ্জ সদর উপজেলাদর মাসিক মিটআপ ও বিজনেস পরিচিত সভা অনুষ্ঠিত হয়। ১৯ আগষ্ট শুক্রবার বিকাল ৪ টার সময়, শহরের এস এস রোডে অবস্থিত ডাবলু এফ রেস্টুরেন্টের কনফারেন্স হল রুমে এই মাসিক মিটআপ অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানটি নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন সিরাজগঞ্জ সদর উপজেলা অ্যাম্বাসেডর বন্যা পারভেজের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার সোহাগপুর জনতা ব্যাংকের, ম্যানেজার, মো. আরিফুর রহমান। এনডিপির প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান। সিরাজগঞ্জ ছোনগাছা বাজার, যমুনা কারিগরি ইনস্টিটিউটের সুপারেন্টেন্ড মো. আব্দুল মতিন তালুকদার, বঙ্গরূপ টেলিভিশন ও জাতীয় দৈনিক অগ্রসর পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম জয়। মাসিক মিট আপের মাধ্যমে, সিরাজগঞ্জ সদর উপজেলা টিমের উদ্যোক্তা, ব্যাবসায়ী এবং সাধারণ সদস্যদের মধ্যে সৃষ্টি হয়েছে বিশাল সম্পর্কের সেতুবন্ধন।

অনুষ্ঠানে অতিথি এবং উদ্যোক্তাদের, ক্রেস্ট দিয়ে বরন করেন। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন, সদর টিমের সদস্য এ বি এজেন্ট ব্যাংক ঢাকা হাটের ওনার জুয়েল ফয়সাল, সাদ্দাম হোসেন ও ফারজানা আক্তার। মাসিক মিটআপ ও বিজনেস পরিচিত সভায় অর্ধশত উদ্যোক্তা, ব্যাবসায়ী, সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button