সদরসিরাজগঞ্জ

জেলা প্রশাসকের সঙ্গে শিশুদের অধিকার বিষয়ক মুখোমুখি সংলাপ

স্টাফ রিপোর্টার : গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে জেলা প্রশাসকের সাথে শিশুদের শিশু অধিকার বিষয়ক মুখোমুখি সংলাপ -২০২২ অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ অক্টোবর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে – ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), সিরাজগঞ্জ এর আয়োজনে মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়।  এনসিটিএফ’ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আসাদুজ্জামান নাদিম এর সভাপতিত্বে  অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, স্থানীয় সরকার বিভাগ উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সিনিয়র সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন ও মো. রিদওয়ান আহমেদ রাফি।

সংলাপ অনুষ্ঠানে শিশুরা উপস্থিত দায়িত্ব বাহকগণের নিকট শিশুর শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য, বিনোদন, পরিবেশ বিষয়ে প্রশ্ন তুলে ধরেন। এ সময় দায়িত্ব বাহকেরা শিশুদের কথা শোনেন এবং তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিশুদের আশ^স্থ করেন। সংলাপ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ‘এনসিটিএফ’ এর সদস্যরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button