সংবাদদাতা প্রেরীত: সিরাজগঞ্জের তাড়াশে শহিদ হীরালাল গোস্বামীর ম্যুরাল স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৯আগস্ট) পৌর এলাকার ঘোষপাড়া সড়কের পাশে ও শহিদ হীরালাল গোস্বামীর পৈত্রিক বাড়ির সামনে ম্যুরাল এর ফলক উন্মোচন করেন সিরাজগঞ্জ-৩ তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আরশেদ আলী, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, ১৯৭১ সালের ২০ মে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর তিনজন সদস্যকে কুপিয়ে হত্যা করেন হীরালাল গোস্বামী। এরপর পাকবাহিনীর হাতে শহিদ হন তিনি। ফলক উন্মোচনের মধ্যদিয়ে ঘোষপাড়া সড়কের নামকরণ শহিদ হীরালাল গোস্বামী সড়ক করা হয়।