নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ জানুয়ারী ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কা প্রার্থী বিজয় করার লক্ষ্যে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভা কক্ষে জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল এর সভাপতিত্বে ও যুগ্ম- আহবায়ক সঞ্জয় সাহার সঞ্চালনায় নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব লীগ প্রসিডিয়াম সদস্য ও যুব লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড.সাজ্জাদ হায়দার লিটন।
প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব ও গ্রন্থনা প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি মো. জহুরুল ইসলাম মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. ইসমাইল হোসেন সুমন,সদস্য মো. কামরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাসান শহীদ চঞ্চল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলহাজ্ব সরকার সিরাজগঞ্জ জেলা যুবলীগের সদস্য মাহবুব রহমান,সদস্য আরাফাত রহমান হীরক,শিপন তালুকদার,মোহাম্মদ আলী আঙ্গুর,খালিদ মোশারফ শাওন,সেলিম রেজাসহ কমিটির অন্যান্য সম্মানিত সদস্য ও বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি ড.সাজ্জাদ হায়দার লিটন বলেন,আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য মাঠ পর্যায়ে কাজ করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা। তিনি বলেন, দেশের মানুষের উন্নয়ন চলমান রাখতে নৌকায় মার্কা ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাইকে এক সাথে কাজ করতে হবে। মতবিনিময় সভা শেষে শহরে এস.এস রোডস্থ এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা মার্কা মনোনীত প্রার্থী ড. জান্নাত আরা তালুকদার হেনরীর জন্য ভোট চান কেন্দ্রীয় যুবলীগ ও সিরাজগঞ্জ যুবলীগের নেতৃবৃন্দ ।