পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে “রিকভারি এন্ড এ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর ইমপ্লয়মেন্ট (রেইজ)” প্রকল্পের সহযোগী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) জুন ২০২২ সাল হতে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা ও বগুড়া জেলার ১৩ টি উপজেলার ২০ টি শাখার মাধ্যমে প্রকল্প কার্যক্রম চলমান রেখেছে।
এ প্রকল্পের আওতায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের ব্যবসা পুনরুদ্ধারে অর্থায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে “ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা” প্রশিক্ষণ প্রদান, তরুণ উদ্যোক্তাদের ঋণ প্রদান ও ২ মাস ব্যাপি “ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন” প্রশিক্ষণ এবং গুরু-শিস্য মডেলে নি¤œ আয়ের পরিবারভুক্ত তরুনদের শিক্ষানবিশি কর্মসূচির মাধ্যমে টেকসই কর্মে সম্পৃক্তের লক্ষ্যে মাস্টার ক্রাফটসপার্সন বা ওস্তাদ কারিগরদের অধীনে ০৬ মাস ব্যাপি ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন, এসি-ফ্রিজ সার্ভিসিং, মোবাইল সার্ভিসিং, মোটর সাইকেল সার্ভিসিং, ইলেকট্রিক ইন্সটলেশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, বিউটিফিকেশন, ড্রেস মেকিং সহ বিভিন্ন টেকনিক্যাল ট্রেডে হাতে করমে প্রশিক্ষণ নিচ্ছে।
২১ জানুয়ারি রোববার উক্ত কার্যক্রমে সামাজিক নিরাপত্তা, অভিযোগ নিষ্পত্তি এবং পরিবেশগত বিষয়গুলো সরেজমিনে পরিদর্শন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর রেইজ প্রকল্পের সমাজ উন্নয়ন বিশেষজ্ঞ মো. দেওয়ান জিন্নাহ এবং পরিবেশ বিশেষজ্ঞ মো. শাহীনুর রহমান।
হাটিকুমরুল-নাটোর রোডস্থ ব্রাদার্স থাই এন্ড এ্যালুমিনিয়াম প্রতিষ্ঠান এবং সিরাজগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইডিপি টেকনিক্যাল ইন্সটিটিউটে উপস্থিত থেকে শিক্ষাণবিশ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সামাজিক ও পরিবেশগত নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করেন। এছাড়া এনডিপি প্রশিক্ষণ হলে ৩য় ব্যাচের শিক্ষাণবিশদের ০৫দিন ব্যাপি জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। উক্ত পরিদর্শনে যাবতীয় বিষয়গুলো উপস্থাপন করেন রেইজ প্রকল্পের সমন্বয়কারী কৃষ্ণ দাস সাহা এবং লাইফস্কীল কর্মকর্তা এহসান আহমেদ। বর্তমানে দেশে তরুণ শ্রমশক্তি বাড়লেও তাদেরকে যথাযথোভাবে কাজে লাগানো যাচ্ছে না। পর্যাপ্ত কারিগরি দক্ষতায় ঘাটতি, শ্রমবাজারের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্যতা এবং বিপুলসংখ্যক শিক্ষিত তরুণ-তরুণী প্রতি বছর শ্রমবাজারে যুক্ত হলেও সে অনুপাতে সরকারি-বেসরকারি খাতে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি না হওয়ায় দেশের উন্নয়ন যাত্রার প্রধান অন্তরায়। মানব সক্ষমতার বিকাশে তাদের জীবন দক্ষতা এবং মনো-সামাজিক কাউন্সিলিং খুবই গুরুত্বপূর্র্ণ এবং দক্ষ সমাজ গঠনে এ প্রকল্প কার্যক্রম অব্যাহত থাকবে।