সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রিার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা রেজিস্ট্রার এর কার্যালয়ে রেজিষ্ট্রেশন পরিবারের আয়োজনে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা, উপজেলা সাব-রেজিস্ট্রার গণ, জেলা দলিল লেখক সমিতি ও নকল নবিশগণ বিদায়ী জেলা রেজিস্ট্রার এর হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
এসময় রায়গঞ্জের সাব-রেজিস্ট্রার সাগর দাশ, বেলকুচি সাব-রেজিস্ট্রার মো. আসিফ নেওয়াজ, উল্লাপাড়া সাব রেজিস্ট্রার ফারহানা আজিজ সহ জেলা রেজিস্ট্রার কার্যালয়ে প্রধান সহকারী মো. মোয়াজ্জেম হোসেন, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটার মো. রাকিব ভূইয়া অন্যান্য উপজেলা সাব রেজিস্ট্রার গণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিনি ২০২০ সালের ২৯ অক্টোবর সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার অফিসে দায়িত্ব পালন শুরু করে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর মাসে টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার অফিসে বদলি হন।