গত ১৮ সেপ্টেম্বর বিকালে র্যাব-১২, সিরজাগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সয়দাবাদের গোলচত্তরের বাম পার্শ্বে ঢাকা টু সিরাজগঞ্জগামী মহাসড়কে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় সাড়ে ৯২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মালবাহী পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার, দক্ষিণ রামভদ্রপুর গ্রামের মো. শামিম হোসেন (২৫) ও ঝিনাইদহ জেলার কোটচাদপুর থানার কাগমারি (কুমিল্লাপাড়া) গ্রামের মো. শামিম হোসেন (২৬)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।