শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাত্মা লালন সাঁইজির ১৩৪তম তিরধান দিবস পালন উপলক্ষে লালন গানের আসরের আয়োজন করা হয়। গত ১ নভেম্বর শুক্রবার রাতে শাহজাদপুর উপজেলার পৌর সদরের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে শাহজাদপুর হযরত শাহ দৌলা বাউল একাডেমি এ লালন গানের আসরের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর থানার ওসি মো: আসলাম আলী, বাংলাদেশ বেতারের নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ সালামত হোসেন রিনা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ, শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, সহকারি অধ্যাপক আসমত আলী, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: শামীম হোসেন প্রমুখ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহজাদপুর হযরত শাহ দৌলা বাউল একাডেমির সভাপতি কাজী তপন। এতে সঙ্গীত পরিবেশন করেন, ভারত বাংলাদেশের জনপ্রিয় বাউল শিল্পী গুরু টুটুল ভেরো, গুরু মা রনি, বাউল শুভাষ, বাউল কাজী তপন, বাউল মোশারফ হোসেন, আবুল কালাম, বাবু পাগলা, হাসান, হোসেন, লিটন, সরোয়ার খান প্রমুখ। এ অনুষ্ঠানে যন্ত্রীতে ছিলেন, ঢোলে বেলালাল ও হাসান,, খমকে কাজী তপন, হারমনিয়ামে একরামুল, তবলায় নিমাই কুন্ডু, বাঁশিতে লাবু ও দোতারায় রনি। এ অনুষ্ঠানে শত শত দর্শকের সমাগম ঘটে। গভীর রাত পর্যন্ত এ বাইল গান চলে। এছাড়া একইদিন রাতে শাহজাদপুর মনিরামপুর স্বর্ণকার পট্টি কালি মন্দিওে দীপাবলী উৎসব পালন উপলক্ষে শ্যামা গানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন, বাংলাদেশ বেতারের নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ সালামত হোসেন রিনা ও অন্যান্য শিল্পীবৃন্দ।
পরবর্তী দেখুন
2 weeks ago
এনডিপির উদ্যোগে সফল খামারী উদ্যোক্তা সম্মাননা প্রদান
2 weeks ago
চৌহালীতে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ ভূমি মেলা
2 weeks ago
চৌহালীতে খামারি হত্যায় শফি ডাকাত গ্রেফতার
2 weeks ago
দুই দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মোৎসব উদ্বোধন
2 weeks ago
ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
এ সম্পর্কিত আরও পড়ুন
মন্তব্য করুন
Check Also
Close