উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলার লেখকদের সমন্বয়ে আয়োজনে “উল্লাপাড়া লেখকদের মিলন মেলা” ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বিশিষ্ট শিক্ষা অনুরাগী এম আকবর আলী।
এসময় তিনি বলেন, যে দেশে গুনিদের কদর নেই। সেই দেশে গুনর জর্ম্ন হয় না। তাই গুনি লেখকদের মাধ্যমেই একটি উন্নয়নশীল দেশ গঠন সম্ভব। লেখক সাংবাদিক কবি সাহিত্যকদের সম্নান করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, লায়ন মিসেস মোমেনা আলী ও সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন। অনুষ্ঠানে ফিরোজ আলম এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখে লেখক জাহেদুল ইসলাম, সেলিম রেজা, নজরুল ইসলাম, এ বি সিদ্দিকী সাওন,নুরে মোস্তফা, তন্নী রহমান, জাকারিয়া ও সিলা প্রমুখ।