বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার সন্ধ্যায় যুগান্তর স্বজন সমাবেশ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের ভ্রাতৃপ্রতিম সংগঠন পূরবী থিয়েটার ও শিশু সংগঠন ভোর হলো তৃতীয় বারের মত বাংলা লোকনাট্য উৎসবের আয়োজন করে। উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আসমত আলী,বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ আলম,কবি আতিক সিদ্দিকী, নাট্যব্যক্তিত্ব কাজী শওকত।
শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি মমতাজ উদ্দিন শেখ, কবি ম.জাহান,অভিজ্ঞা নৃত্য একাডেমির পরিচালক রেবেকা সুলতানা, শহিবাজ খান সানি, সাংবাদিক ওমর ফারুক প্রমুখ।
এ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, সোহরাব হোসেন রূপক, কাজী কলি, প্রিয়ন্তী, বর্ণ, বন্ধন, ইফরাত জাহান অন্যন্যা। সংগীত পরিবেশন করেন ও লোকগান পরিবেশন করেন সুরঞ্জন কুমার শুভ, ভাওইয়া গান পরিবেশন করেন রেজোয়ান মন্ডল, ধূয়া গান পরিবেশন করেন আব্দুল মতিন। নৃত্য পরিবেশন করেন বর্ণ দত্ত ও অঙ্কিতা সূত্রধর। অনুষ্ঠানে তবলায় ছিলেন অভিজিৎ কর্মকার ও জিপসিতে ছিলেন দীলিপ কুমার সূত্রধর।