জেলা আওয়ামী লীগের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবসে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার, ১৪ ডিসেম্বর, বিকেল ৪ টায় শহরের দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দোয়া ও স্মরণ সভা।
স্মরণ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, মহিলা আওয়ামী লীগের জেলা সভাপতি সেলিনা বেগম সপ্না, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মায়া
এছাড়াও আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব দানীউল হক মোল্লা, আনোয়ার হোসেন ফারুক, বীর মুক্তিযোদ্ধা হাসান খশরু, এ্যাড. কায়সার আহমেদ লিটন, এ্যাড. আনোয়ার পারভেজ লিমন, জেলা এ্যাড. কাজী সেলিনা পারভিন পান্না, ফরিদ আহমেদ পিয়ার,জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা।
স্মরণ সভায় বক্তাগন বলেন, ১৯৭১ সালে আজকের এদিনে জাতিকে মেধা শূন্য করার পরিকল্পনায় বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে বেছে বেছে পাকিস্তানের হানাদার বাহিনীরা হত্যা করে। আজকের এই দিনটিকে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।
দোয়া ও স্মরণ সভা পরিচালনা করে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক আহসান হাবীব এহসান।