সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

“শান্তির জন্য সংস্কৃতির চর্চা ” এই পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিসসেস-সিসিডিএসএর উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা, বনার্ঢ্য র‌্যালী, ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে খ্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক শরীফ আহমেদ ইন্না, রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ, এমডিও নির্বাহী পরিচালক মাসুদ আহমেদ রোকনী।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, মল্লিকা ছানাউল্লাহ আনসারী স্কুলের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সুবল পোদ্দার, পিডিবি হাই স্কুলে সহকারী শিক্ষক মো. হাফিজুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, এছাড়াও আরো উপস্থিত উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো. হোসেন আলী (ছোট্ট) সিরাজগঞ্জ আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আশরাফুল ইসলাম জয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শান্তি দিবস উদযাপন কমিটির আহবায়ক জুবায়ের জিকো।

অনুষ্ঠানের প্রধান অতিথি হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রেখে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশী শান্তিরক্ষী ও সকল পর্যায়ের অংশীদারগণকে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহবান জানান। তিনি আরো বলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রথমে পারিবারিক শান্তি নিশ্চিত করতে হবে।

 ২১ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব শান্তি দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসঙ্ঘের জেনারেল অ্যাসেম্বলি। এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হলো সকলের মধ্যে সম্প্রীতি এবং সদ্ভাব বজায় রাখা। আলোচনা সভা শেষে প্রশ্নোত্তর প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে প্রেসক্লাব চত্বর থেকে একটি বনার্ঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, শান্তি দিবস উপলক্ষে আয়োজিত প্রশ্নোত্তর প্রতিযোগীতায় জেলা সদরের সবুজ কানন স্কুল এন্ড কলেজ, পিডিবি উচ্চ বিদ্যালয়, ও ভিক্টোরিয়া হাই স্কুলের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button