শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতা শামিমের পৌর নির্বাচনে আগাম মেয়র প্রার্থীতা ঘোষনা করেছেন। গত মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ মেসার্স অভিলাষ ডেইরি ফার্মে এক সংবাদ সম্মেলন ডেকে আগামী শাহজাদপুর পৌর নির্বাচনে আগাম মেয়র প্রার্থীতা ঘোষনা করেন বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন শামিম। তার এই আগাম প্রার্থীতা ঘোষনা সাংবাদিকদের প্রচারের মাধ্যেমে শাহজাদপুর পৌরবাসিকে জানান দেয়ার উদ্দেশ্যেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টুসহ প্রেসক্লাবের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য, ১৯৯৩ সালে শাহজাদপুর পৌর নির্বাচনে মেয়র প্রার্থীতা ঘোষনা করেন। পরে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিশেষ আহবানে তিনি নির্বাচন থেকে সরে দাড়ান।