সদরসিরাজগঞ্জ

চাকুরী জাতীয়করণে ১ দফা দাবিতে ঢাকা মহাসমাবেশ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষক কর্মচারীদের (স্কুল, কলেজ, মাদ্রাসা) চাকুরী জাতীয়করণে ১ দফা আদায়ের লক্ষ্যে ৫ অক্টোবর ঢাকা মহাসমাবেশ উপলক্ষে সিরাজগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের মওলানা ভাসানী ডিগ্রী কলেজ, শিক্ষক কর্মচারী ঐক্যজোট, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বাকশিস সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্মআহবায়ক সহকারী অধ্যাপক আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকশিস সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সম্পাদক আবু হাসিম তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক ও তাৎপর্য মূলক বক্তব্য সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ২ বার নির্বাচিত ভিপি অমর কৃষ্ণ দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপি উপদেষ্টা অধ্যক্ষ আমিনুল বারি তালুকদার, বাকশিস সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়কও কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক ওহিদুজ্জামান মীনু, বাকশিস সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম- আহবায়ক সহকারী অধ্যাপক আল মামুন।

এছাড়াও বক্তব্য রাখেন নিমগাছী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মওলানা ভাসানী ডিগ্রী কলেজের উপাধক্ষ্য আইয়ুব আলী, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হালিম, মওলানা ভাসানী ডিগ্রী কলেজের প্রভাষক সুমিলা রহমান, হিলফুল ফুযুল মডান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুদ রানা, খাগা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস আলী, সলংগা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক লিটন খন্দকার, সিমলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. সোহরাব আলী,

অনুষ্ঠানে প্রধান অতিথি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, এক দফা এক দাবি জাতীয়করণ দাবি আদায়ের লক্ষ্যে আজকে এই প্রস্তুতিমূলক সভায় আয়োজন করা হয়েছে। আমি আশাবাদী আপনাদের যে ন্যয্য দাবী তা পুরন হবে। এরশাদ সরকার কিন্তু সৈরাচার ছিল ক্ষমতা টিকে থাকতে পারিনি। ক্ষমতার পতন ঘটেছে।

গত ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিলুপ্তি ঘটেছে। শেখ হাসিনার পতন ঘটেছে। শিক্ষক মহলের প্রাণের দাবী আমি আশা করি, খুব তাড়াতাড়ি একটা সমঝোতার ভিত্তিতে এটা সমাধান হবে। “আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই যেখানে আর কখনও কোনো ধরনের ফ্যাসিজম, স্বৈরতন্ত্র ফিরে আসবে না।”

অনুষ্ঠানের সভাপতি বাকশিস সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সম্পাদক আবু হাসিম তালুকদার, তিনি বলেন, সমিতি যার যার জাতীয়করণ সবার, তাই মতের ভিন্নতা ভুলে সবাই এক কাতাড়ে আওয়াজ তুলি আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। বাকশিস এর কেন্দ্রীয় সিন্ধান্ত জাতীয়করণের দাবি নিয়ে যে সংগঠন ঢাকায় আগামী ৫ সেপ্টেম্বর মহাসমাবেশ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আমরা তাদের সাথে একমত পোষনসহ রাজপথে একাত্ম প্রকাশ করবো ও সক্রিয় ভাবে অংশ গ্রহন করবো, ইনশাআল্লাহ। শেষে শিক্ষক ঐক্যজোট চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করেন। এবং ৫ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করার আহবান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button