সদরসিরাজগঞ্জ

স্বাধীনতা শিক্ষক পরিষদ এর পরামর্শ সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সিরাজগঞ্জ জেলা শাখার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৬জুলাই) বিকেলে সিরাজগঞ্জ শহরের বি,এ কলেজ রোড সংলগ্ন (দত্তবাড়ী) সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা এর বাসভবনে সংগঠনের সভাপতি অধ্যাপিকা হাসনাহেনা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহীন বাদশাহ এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, স্বাশিপ সিরাজগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাবেক অধ্যক্ষ অ্যাড. রেজাউল বারী রন্টু, সহ সভাপতি আতাউর রহমান বরাদ, সহ-সভাপতি মো. ফিরোজুল আলম, অধ্যক্ষ মো. লুৎফর রহমান, যুগ্ম-সম্পাদক মো. আল মামুন, কোষাধ্যক্ষ আফরিনা মায়া, প্রচার সম্পাদক এস এম আব্দুল মমিন, মহিলা বিষয়ক সম্পাদক আল্পনা ভৌমিক, নির্বাহী সদস্য এনামুল হক, রবিউল করিম প্রমুখ শিক্ষকবৃন্দরা।  উক্ত সভায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য আগামী ১৭ জুলাই ২০২৪, বুধবার (সরকারি ছুটির দিন) পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ সহ বিভিন্ন উপজেলার সদস্যদের সমন্বয়ে ‘পুণর্মিলনী ও শিক্ষক সমাবেশ’ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সমাবেশের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, উপজেলাসমুহে কমিটি গঠন, শিক্ষকদের ন্যায়সংগত দাবীর প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণ/ নির্যাতিত শিক্ষকদের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button