কাজীপুরসিরাজগঞ্জ

শিমুলদাইড় বাজার বণিক সমিতির নির্বাচনে উৎসবের আমেজ

কাজীপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুলদাইড় বাজার বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪ এর ভোট গ্রহণের বাকি মাত্র একদিন। আগামী ১ অক্টোবর (মঙ্গলবার) ব্যবসায়িরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচিত করবেন। এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, পুরো বাজার এলাকা প্রার্থীদের প্রচারণার পোস্টার -ব্যানারে ছেয়ে গেছে। ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচারণার মাত্রা নতুন রূপ নিচ্ছে। বাজারের অলিগলি প্রার্থীদের পদচারণায় মুখর। প্রার্থীদের সমর্থনে গভীর রাত পর্যন্ত প্রচারণা চলছে। প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারের দ্বারেদ্বারে। ভোটারদের হাতে লিফলেট দিয়ে ভোট প্রার্থণা করছেন তারা। চায়ের দোকান ও হোটেলগুলোতে শুধু ভোটের আলোচনা চলছে। প্রচারণার দিক দিয়ে জাতীয় নির্বাচনের কোন অংশে কম না। বাজারের সর্বত্রই এখন বইছে উৎসবের আমেজ।

ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, উৎসবের ভোটের প্রতীক্ষায় আছেন তারা। দীর্ঘ ৯ বছর পর নির্বাচন হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ব্যবসায়িদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারাই ভোটে নির্বাচিত হবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্টে পুরাতন কমিটি ভেঙে দিয়ে একই দিন তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ১০ ও ১১ সেপ্টেম্বর মনোনয়পত্র সংগ্রহের পর ১৫ সেপ্টেম্বর জমা দেন প্রার্থীরা। ১৮ সেপ্টেম্বর প্রার্থীতা বাছাই শেষে ২০ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রচারণা শেষে আগামি ১ অক্টোবর বাজারের মুক্তি মার্কেটে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে পাঁচটি পদে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে দুই জন, কোষাধ্যক্ষ পদে দুই জন, সাংগঠনিক সম্পাদক পদে চার জন ও প্রচার সম্পাদক পদে দুই জন। মোট ভোটার ৩০২ জন।

সভাপতি পদপ্রার্থী রঞ্জু মিয়া বলেন, ‘গত নির্বাচনে আমি সেকেন্ড প্লেস করেছিলাম। সেই আলোকেই জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তাদের অনুরোধে আবারও নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি নির্বাচিত হলে ব্যবসায়িদের স্বার্থে নিরলস কাজ করে যাবো।’

সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুলতান শেখ বলেন, ‘আমি দীর্ঘ দিন সাধারণ সম্পাদক ছিলাম। ব্যবসায়ীদের ভালোবাসা পেয়েছি। তারা আমাকে আবারও দাঁড় করিয়েছেন। বাজারের উন্নয়নে আমি কাজ করে যাবো।’ প্রধান নির্বাচন কমিশনার ইউসুফ উদ্দিন মাস্টার বলেন, নির্বাচনকে ঘিরে উৎসব বিরাজ করছে। এখন পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button