জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানের এর মাধ্যমে বরণ অনুষ্ঠিত হয়।
গত ২৭ অক্টোবর সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের শ্রীদাসগাঁতী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মাঠিকোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিজ নিজ শ্রেণি কক্ষে এই বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে এসএমসি, পিটিএ, স্লিপ ও স্যাক কমটির সঙ্গে পাঙ্গাসী কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঙ্গাসী কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটির সভাপতি মো. জাকির হোসেন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সাবিহা সুলতানা ও মো. আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভায় বিদ্যালয়ের পিটিএ সদস্য, স্লিপ কমিটির সদস্য, স্যাক কমিটির সদস্য, অভিভাবক বৃন্দ, এসএমসির সদস্য সাংবাদিক সহ জমি দাতা উপস্থিত ছিলেন এবং তারা দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সভায় বিদ্যালয়ের শিক্ষারমান উন্নতিকল্পে বাৎসরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়, শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করা, ছাত্র ছাত্রী উপস্থিতি নিশ্চিত করা, ২০২৫ সালে বিদ্যালয়ে ভর্তি উপযোগি শিশুদেরকে বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা, পরিস্কার পরিচন্নতা বিষয়ে, বিদ্যালয়ের শিক্ষারমান বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা সহ বিদ্যালয়ে মাঝে মাঝে অভিভাবক গণ পরিদর্শন করা, বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী উপস্থিত হচ্ছে কিনা তার খোজ খবর নেওয়া এবং মাঝে মাঝে শিক্ষকদের সাথে বাড়ী ভিজিটে যাওয়া নিয়ে বিষয়ে আলোচনা হয়। উপস্থিত সকলে কার্যক্রমের প্রসংশা করে বলেন উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ে এনডিপি ও গণসাক্ষরতা অভিযান কর্তৃক বাস্তবায়িত আশা প্রজেক্টের কার্যক্রম বাস্তবায়ন হলে ছাত্র/ছাত্রীদের শিক্ষা বা বিদ্যালযের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। প্রতিটি বিদ্যালয়ে কার্যক্রমটি বাস্তবায়ন করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।