বেলকুচিসিরাজগঞ্জ

জাতীয় পর্যায়ে শিক্ষা পদক অর্জন করায় বেলকুচিতে উষসী সূত্রধরকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী উষসী সূত্রধর (মিথিলা) দেশাত্মবোধক গানে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে।  পদক পাওয়ায় তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

গতকাল মঙ্গলবার ১৪ মার্চ দিনব্যাপী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা মেলার উপকরণ প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মনিটরিং অফিসার মো. আব্দুল্লাহ আল ফারুকীর হাত থেকে এই সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা, বেলকুচি উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান প্রমুখ।

পদক প্রাপ্তীতে অনুভুতি ব্যক্ত করে উষসী সুত্রধর ( মিথিলা) বলেন, আমি অরুণিমা সঙ্গীতালয়ের ছাত্রী। আমার সঙ্গীতগুরু সূর্য বারীর লেখা ও সুরে দেশাত্মবোধক গান গেয়ে আমি জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছি। এর চেয়ে ভালো লাগার আর কিছু হতে পারে না। এতটা মানসিক শান্তি আগে কখনো পাইনি।”

উষসী সুত্রধর মিথিলার পিতা উত্তম কুমার রাজাপুর ডিগ্রি কলেজের শিক্ষক, মাতা জয়ন্তী রানী বিশ্বাস রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাবার হাতে হারমোনিয়াম শেখা, শিক্ষক ও মায়ের মুখে গান শুনেই গানের প্রতি ভালোলাগা শুরু তার।

এই অল্প বয়সেই অর্জনের খাতায় যুক্ত হয়েছে জাতীয় শিক্ষা পদক এছাড়াও জাতীয় শিশু পুরস্কার পদক। বিভাগীয় পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে ১০/১২টি সন্মাননা পদক অর্জন করেছেন তিনি। এসব অর্জনে গর্বিত তার সংগীত শিক্ষক সূর্য বারী বলেন, উষসী সুত্রধর প্রতিভাবান এবং সুমিষ্ট কণ্ঠস্বরের অধিকারী। তার অর্জন আমাকে প্রীত করে। নিজের চেষ্টাতেই সে আগামীতে আরও বড় সফলতা বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। সেই সক্ষমতা তার মধ্যে রয়েছে। আমি তার আলোকিত সংগীত জীবন কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button