উল্লাপাড়াসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন মাইক্রোবাসের চালক।

সোমবার (১৯ আগস্ট) ভোর সাড়ে তিনটার দিকে হাটিকুমরুল-রাজশাহী মহাসড়েেকর চড়িয়াশিখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

নিহতরা হলেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংহপুর ভাঙ্গাপাড়া গ্রামের মোহাম্মদ জসিম উদ্দিন প্রামাণিক (৬৪), তাঁর দুই ছেলে মোহাম্মদ জামাল উদ্দিন (৪৫) ও মো. কামাল হোসেন (৩২) এবং জসীমউদ্দীনের দ্বিতীয় স্ত্রী নার্গিস খাতুন (৪১)।

সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৩টার দিকে ঢাকা থেকে একটি মাইক্রোবাস রাজশাহীর দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। পরে সলঙ্গা থানার পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে এবং আহত চালককে হাসপাতালে পাঠায়।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু জানান, সোমবার ভোর রাতে আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, প্রাইভেট কারে এক পরিবারের চারজন ঢাকা থেকে আসছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরেই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় কারটি দুমড়ে মুচড়ে যায়। এবং কারে থাকার চারজন নিহত হয়। আমরা খবর পেয়ে চারজনের মরদেহ উদ্ধার করি। আহত কার চালককে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি  আরও জানান, ধারনা করা হচ্ছে নিহতদের মধ্যে কেউ একজন অসুস্থ ছিলেন। ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তারা। গাড়ির ভেতরে প্যাথলজিক্যাল বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button