সদরসিরাজগঞ্জ

সবুজ কানন স্কুল এন্ড কলেজে অভিভাবক দিবস পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ও বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জ শহরের প্রানকেন্দ্রে অবস্তিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সবুজ কানন স্কুল এন্ড কলেজে অভিভাবক দিবস ২০২৪ উদযাপিত হয়। দুই দিন ব্যপী বর্ণাঢ্য আয়োজনে ১৬ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী সফলভাবে সম্পন্ন হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় সবুজ কানন স্কুল এন্ড কলেজের নিজস্ব প্রাঙ্গনে প্রতিষ্ঠানের সভাপতি ও সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠানের ঐতিহ্যবাহী অনুষ্ঠান অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়।

অভিভাবক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সবুজ কানন স্কুল এন্ড কলেজে দাতা সদস্য এবং সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলোয়াত ও গীতা থেকে পাঠ করা হয় এবং সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীরা প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুল হালিম। অধ্যক্ষ মো. আব্দুল হালিম তার বক্তব্যে প্রতিষ্ঠানের পথচলার সাফল্য গাথার সংখিপ্ত বিবরনী তুলে ধেেরন এবং এ সাফল্যের ধারাবাহিকতা ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়োনীয় দাবিদাওয়া পেশ করেন। অনুষ্ঠানে মানপত্র পড়ে শুনান ও প্রধান অতিথির হাতে মানপত্র তুলে দেন দিবা শাখার সহকারী প্রধান মো. মাসুদ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজের সাথে তার নিজের ও পরিবারের ঘনিষ্ট একটা সম্পর্ক রয়েছে। তার শশুর মরহুম মোতাহার হোসেন তালুকদারের হাত ধরে পথ চলা এই প্রতিষ্ঠানে তিনি নিজে শিক্ষকতা করেছেন। কাজেই এই প্রতিষ্ঠানের প্রতি তার বিশেষ টান রয়েছে।

তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সকলের প্রতি আহব্বান জানান।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ এর অভিভাবক সদস্য মো: মনিরুল ইসলাম মুকুল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র -১ মো: নুরুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য মোছা. ফরিদা বানু, অভিভাবক সদস্য মো. মাহবুবুল আলম, মো. রফিকুল ইসলাম, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি খোন্দকার মনোয়ারুল হোসেন, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি মো. মাহফুজুর রহমান। অভিভাবক দিবসের অনুষ্ঠানে মাঠভর্তি অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অভিভাবক দিবসের অনুষ্ঠান প্রধান অতিথি ও বিশেষ অতিথি মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। ২য় পর্বে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক এস এম এনামূল কবির ও সহকারী শিক্ষক মো. কাওছারুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button