প্রতিদিন প্রতিবেদক : ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসকের কার্যলয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রোজিনা আক্তার।
সমন্বয় সভায় এমআরএ এর জাতীয় এবং জেলা পর্যায়ের কার্যক্রম ও বিভিন্ন দ্বায়িত্ব সংক্রন্ত তথ্য বহুল পাওয়ার পয়েন্ট পেজেন্টেশন করেন এনডিপির পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) ও সিরাজগঞ্জ জেলা ক্ষুদ্রঋণ সমন্বয় কমিটির ফোকাল পারসন মোসলেম উদ্দিন আহমেদ।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক সমন্বয় কমিটির সদস্যবৃন্দ ও সিরাজগঞ্জ জেলায় কর্মরত সকল মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির লাইসেন্স প্রাপ্ত ক্ষুদ্রঋণ সংস্থার নির্বাহী প্রধান/প্রতিনিধিগণ। সভার সমাপনী আলোচনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রোজিনা আক্তার বলেন ক্ষুদ্রঋণ কার্যক্রম দেশের গ্রামীন অর্থনীতিতে গুরুপ্তপূর্ণ ভুমিকা পালন করছে। তিনি আরও বলেন যেহেতু প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করতে হয় সেহেতু কর্যক্রম পরিচালনায় আরও সর্তক হতে হবে। এছাড়াও কাজের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন সংক্রন্ত পরিবর্তনের ছাপ দৃশ্যমান হয় সেলক্ষ্যে কাজ করার জন্য পরামর্শ দেন।