এনডিপি প্রবীণ কল্যাণ কর্মসূচির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৮ আগস্ট বুধবার সিরাজগঞ্জের দরগা রোডস্থ নান্দিনা মধুকুটিরের কর্মসূচির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বন্যার্তদের জন্য দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রবীণ কর্মসুচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পালসহ প্রবীণ সদস্যবৃন্দ। সভায় উপস্থিত প্রবীণ সদস্যরা তাদের সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমস্যাগুলো সমাধানের জন্য নিজেরাই বিভিন্ন সরকারী অফিসে যোগাযোগ করবেন বলে সিদ্ধন্ত হয়। উল্লেখ্য কর্মসূচিটি এনডিপি’র নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।