উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় বিনামূল্যে মাসকালাই বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। গতকাল রবিবার, ৯ সেপ্টেম্বও, দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কৃষি অফিস এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকতা সুর্বনা ইয়াসমিন সুমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,রিবলী ইসলাম কবিতা প্রমুখ।
পরে উপজেলার ৭০ জন কৃষকের হাতে জনপ্রতি ৫ কেজি করে মাস কালাই বীজ,১০ কেজি ডিএপি,৫ কেজি এমওপি সার তুলে দেন প্রধান অতিথি। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা রাহাত বিন খলিল, মো. শাহাবুদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।