গত ২৮ এপ্রিল, শনিবার, সকাল ১১ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এর সিরাজগঞ্জ জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টির সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি জননেতা ইসমাইল হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সদস্য জননেতা কমরেড ড. দিবালক সিং।
সভার শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন কমিউনিস্ট পার্টির সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা নুরুল আমিন। সভার শুরুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় নেতা, ঐক্য ন্যাপের সভাপতি, মুক্তিযোদ্ধা জননেতা পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক ইনামুল হক ও সাবেক ছাএ ইউনিয়নের নেতা জাফর উল্লাহ চৌধুরীসহ প্রয়াতক নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা নুরুল আমিন পার্টির বিগত দিনের কার্যক্রমে উপর রিপোর্ট উৎথাপন করেন। সাধারণ সম্পাদকের রিপোর্টে উপর আলোচনা ও বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি জননেতা ইসমাইল হোসেন, সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কামারখন্দ উপজেলার চেয়ারম্যান জননেতা শহিদুল্লাহ সবুজ, জেলা কমিটির সদস্য ড.আশরাফুল ইসলাম, জেলা কমিটির সদস্য সুনীল কুমার দে, শেখ সুলতান আহমেদ, মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল আজাদ, আজিজ মল্লিক, ফারুক আহমেদ, সানি মোহাম্মদ হানিফ,জেসমতারা শিমুল, গোলাম ফারুক, আশরাফ সরকার প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।