সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ নভেম্বর) সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানো পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, যে কোনো দুর্যোগের সময়েই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়েই অন্যের জীবন ও সম্পদ রক্ষা করেন। এজন্য তারা প্রশংসার যোগ্য। বর্তমান সরকার এই সংস্থাকে আরও যুগোপযুগী করার জন্য আধুনিক সরঞ্জাম সরবরাহ করে যাচ্ছেন। এখন সিরাজগঞ্জ শহরের ২০তলা ভবনেও কোন দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস অতি দ্রুত সময়েই ব্যবস্থা নিতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার), সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহমেদ। সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে আধুনিক অগ্নিনির্বাপক ও উদ্ধার সরঞ্জাম প্রদর্শন করা হয়।