ক্রীড়া একতা ও শৃঙ্খলা এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ পৌর এলাকার ১২ নং ওয়ার্ড আমলাপাড়া, কালিবাড়ীর আঞ্চলিক পরিষদের উদ্যোগে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষে সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ মে) বিকেল ৩ টায় গয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আমলাপাড়া পৌর ঈদগাহ্ মাঠে ইয়াং স্টার ক্লাবের সভাপতি মো. শওকাত আলী ভ‚ইয়ার সভাপতিত্বে সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হয়।। সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন স্থানীয় ইয়াং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আমিনুল ইসলাম ঝন্টু।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে এর মাধ্যমে দিকনির্দেশনাম‚লক বক্তব্য রাখেন ইয়াং স্টার ক্লাব এর প্রধান উপদেষ্টা, পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার (অপু)
এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিটির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব শামিমুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মো. জহুরুল ইসলাম মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও কালিবাড়ী গোবিন্দ বাড়ী মন্দিরে নব নির্বাচিত যুগ্ম -সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার, সমাজ সেবক মো. ফরিদুল ইসলাম তরুণ।
সভায় আরও উপস্থিত ছিলেন আমলাপাড়া ও কালিবাড়ী আঞ্চলিক পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ মো. শওকাত আলী ভূঁইয়া, আমিনুল ইসলাম ঝন্টু, পিয়ার আহমেদ চৌধুরী, মো. আবু সাঈদ সুইট, মো. আলমগীর আলম, হাসান শহীদ চঞ্চল, মো. লুৎফুল আহমেদ টিটন, আদনান মুক্তা, শাহীন পারভেজ, মো. ইলিয়াস, মো. আব্দুল খালেক, মো. গোলাম কবির পলাশ, মো. শামিমুর রহমান (ছোট), মো. আলকাছ, মো. দুলাল প্রমুখ।
সভায় উপস্থিত বক্তাগন বলেন, সিরাজগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ড একটি গুরুত্বপ‚র্ণ ওয়ার্ড। এই ওয়ার্ড সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন উন্নয়নে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখে। এই ওয়ার্ডের বাসিন্দাদের মধ্য থেকে অনেকেই দেশের সরকারি ও বেসরকারি বড় কর্মকর্তা, সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, সরকারি ও বেসরকারি হাসপাতালে ডাক্তার, বাংলাদেশের জাতীয় মানের খেলোয়াড়, সফল ব্যবসায়ী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক হিসেবে বিভিন্ন সেক্টরে সফলতার সাক্ষর রেখে আসছেন।
শহরের যমুনা নদীর কোলঘেষে আমলাপাড়া ও কালিবাড়ী খুবই গুরুত্বপ‚র্ণ এলাকা। এই এলাকায় প্রতিটি নাগরিক প্রতিনিয়ত সামাজিকভাবে একে অপরকে শ্রদ্ধা ও সম্মান ও সু- সম্পর্ক বজায় রেখে চলে আসছেন।
সভায় বক্তাগন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মাদক থেকে যুব সমাজকে দ‚রে রাখতে এবং সকলের প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে এলাকার সামাজিক কাজের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার প্রকাশ করেন।