সিরাজগঞ্জ সদরে- ২০২১-২২ অর্থ বছরের রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (২১জুন) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে উক্ত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ার হোসেন। সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে সিরাজগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সচেতনতা সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সিরাজগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস. এম. নাছিম রেজা নুর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলী আহমেদ টুংকু, সাধারণ সম্পাদক জনাব মাঈনুল ইসলাম তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সচেতনতা সভায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের সকল কর্মকর্তা ও কর্মচারী সহ উপজেলার ১০০ জন মৎস্যচাষি, মৎস্যজীবী অংশগ্রহণ করেন।