সদরসিরাজগঞ্জ

সুখ পাখি গ্রামীন ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের আত্ম মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন সুখ পাখি গ্রামীন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মার্চ শুক্রবার বাদ আসর সুখ পাখি সিরাজগঞ্জের আয়োজনে ও আলোর জন্য যাকাত তহবিলের সহযোগিতায় ও  নিজস্ব তহবিল থেকে  ছোনগাছা ইউনিয়নের সানগাছা পূর্ব পাড়া সুখ পাখি গ্রামীন ইফতার ও বিশেষ  দোয়া  মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সুখ পাখির প্রতিষ্ঠাতা শেখ রজব আলীর সভাপতিত্বে ৫ম তম, ইফতার মাহফিল অনুষ্ঠানে সে সময়ে উপস্থিত ছিলেন, সুখ পাখির পরিচালক  সদস্য রাসেল রহমান, প্রমুখ।

সুখ পাখির প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব বলেন ” সমাজে অনেক বৃত্তবান রয়েছে তারা ইচ্ছে করলে সমাজে পিছিয়ে পড়া কিছু মানুষকে সাবলম্বি করতে যাকাত দিয়ে দৃস্টান্ত স্থাপন করতে  পারে এই পবিএ মাহে রমজানে। আমরা দেখেছি অনেক গরীব মানুষ তারা দান অনুদান চান না , তারা চায় নিজের পায়ে গায়ে গতরে পরিশ্রম করে উপার্জন করতে । সমাজের বৃত্তবানরা যদি সঠিকভাবে যাকাত প্রদান করেন তাহলে সমাজে অসহায় মানুষগুলো আলোর মুখ দেখবেন” । সুখ পাখির পরিচালক সদস্য রাসেল রহমান বলেন “ সমাজের বৃত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে সুখ পাখির জনবল দিয়ে আমরা এমন মহতি কাজ চলমান রাখতে পারবো ইনশাআল্লাহ।

 উল্লেখ্য ঃ  সুখ পাখি “আলোর জন্য যাকাত” তহবিল থেকে ঋণগ্রস্ত পরিবারদের হাতে অটো রিক্সা প্রদান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ ও ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ  করে এই সংগঠনটি।  ও  ইফতারে যে সমস্থ আইটেম ছিল এর মধ্যে ছিল –  সাদা ভাত, গরুর গোস, ডাল, পায়েশ, শসা, খেজুর, শরবত ও ২০ টি শাড়ী ২০ টি লুংগি । উল্লেখ্য, ইফতার মাহফিলে উপস্থিত ৭০  জন  সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button