উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত মুসলিম জাগরণের মহানায়ক মহাপুরুষ মরহুম মওলানা আবু মোহাম্মদ সৈয়দ ইসমাইল হোসেন শিরাজী ৯১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়।
এউপলক্ষে শিরাজী স্মৃতি সংসদ ‘বাণীকুঞ্জ’ (শিরাজীবাড়ী) সিরাজগঞ্জে রোববার (১৭ জুলাই) সৈয়দ ইসমাইল হোসেন শিরাজীর মাজার জিয়ারত, মিলাদ মাহফিল, জিকির, তবারক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ ইরফানুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিশিষ্ট সাংবাদিক, ইসমাইল হোসেন শিরাজীর পৌত্র সৈয়দ মুনীর উদ্দৌলা শামীম শিরাজী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গবেষক মীম মিজান।
উল্লেখ্য, কবি সৈয়দ ইসমাইল হোসেন শিরাজী ১৮৮০ খ্রীস্টাব্দে ১৩ জুলাই বাণীকুঞ্জে জন্মগ্রহণ করেন এবং ১৯৩১ খ্রীস্টাব্দে ১৭ জুলাই মারা যান। সৈয়দ ইসমাইল হোসেন শিরাজী তার কাব্যগ্রন্থ অনল প্রবাহে অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতন ও দূরশাসনের বিরুদ্ধে বিদ্রোহের উচ্চারণ করে বৃটিশ শাসকদের কোপানলে পড়েন এবং দু’বছর সশ্রম কারাদন্ড ভোগ করেন।
মন্তব্য করুন