সদরসিরাজগঞ্জ

জেলা স্কাউট এর উদ্যোগে জোটা ও জোটি অনুষ্ঠিত

“বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটের অন্তভূক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দলের ছাত্র-ছাত্রী অংশগ্রহণকারীদেরকে নিয়ে ৬৭তম জোটা ও ২৮তম জোটি অনুষ্ঠিত হয়।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯ টায় সিরাজী সড়ক (প্রধান ডাকঘর সংলগ্ন) জেলা স্কাউট ভবনে বিশ্ব স্কাউট আয়োজিত বিশ্বের বৃহত্তম ডিজিটাল স্কাউট ইভেন্ট এবং ১৭২টিরও বেশি দেশের ২০ লক্ষেরও বেশি স্কাউট সদস্যদের অংশগ্রহণে ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর ২০২৪ পর্যন্ত ৩দিন ব্যাপী অনলাইন প্লাটফর্মে মিলন মেলা ৬৭ তম জোটা (জাম্বুরী অনদ্যা এয়ার) ও ২৮ তম জোটি (জাম্বুরী অন দ্যা ইন্টারনেট) বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্ট’স এর ব্যাপস্থাপনায় সারা দেশের ন্যায় বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জের জেলা স্কাউট এর আয়োজনে সিরাজগঞ্জ জেলা স্কাউট ভবন অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট কমিশনার মো. সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা নির্বাহী কমিটির সহযোজিত সদস্য সাংবাদিক মো. হোসেন আলী (ছোট্ট)।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট সম্পাদক সরকার ছানোয়ার হোসেন (এলটি)। এসময়ে সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সহকারী কমিশনার সংগঠন ও বিধি এবং ৬৭ তম জোটা ও ২৮ তম জোটি পরিচালনা করেন কো- অডিনেটর খালেকুজ্জামান খান (এল টি) প্রমুখ।

এছাড়াও এসময় বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার স্কাউটসের কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক ( পাবনা-সিরাজগঞ্জ) আবু সাঈদ (এএলটি), সহকারী কমিশনার মো. লোকমান হোসেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা কমিশনার মো. সাজেদুল ইসলাম, সম্পাদক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা নির্বাহী কমিটির সহযোজিত সদস্য সাংবাদিক মো. হোসেন আলী (ছোট্ট), অন্বেষণ মুক্ত স্কাউট দলের উপদেষ্টা নাহিদ সুলতানা, সহ নির্বাহী কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দিনব্যাপী জেলা স্কাউট ভবনে আয়োজিত এই জোট জোটি ক্যাম্পে সিরাজগঞ্জ সদরে বিভিন্ন স্কাউট ইউনিটের ৫০ জন স্কাউট সফলতার সাথে অংশগ্রহণ করছে। বিশ্ব স্কাউটের তিনদিন ব্যাপী ৬৭তম জোটা ও ২৮ তম জোটি তে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্কাউট ও  মুক্ত স্কাউট ইউনিট ও স্কাউটারবৃন্দ ঘরে বসে ইন্টারনেট ব্যাবহার করে অনলাইন প্লাটফর্ম সমূহের মাধ্যমে বিভিন্ন দেশের স্কাউটদের সাথে যোগাযোগ করে তথ্য আদান প্রাদান সহ শিক্ষা মূলক কর্মকান্ডের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button